সোমবার ২১ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | জঙ্গি সন্দেহে রাজ্য এসটিএফের হাতে নতুন করে ধৃত ১

Sumit | ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৬ : ৪৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)-এর সঙ্গে যোগাযোগ রেখে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্য কয়েকটি জায়গায় সন্ত্রাস করার চেষ্টার  অভিযোগে এবার নদিয়া জেলা থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হাতে গ্রেপ্তার হল আরও এক অভিযুক্তকে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ।  ধৃতকে বৃহস্পতিবার বহরমপুর সিজেএম আদালতে পেশ করে  ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল। 

 

এই বিষয়ে সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান ,'আদালত ধৃতের তিন দিনের হেফাজত মঞ্জুর করেছে। আগামী ২৩ ফেব্রুয়ারি ফের তাকে আদালতে পেশ করা হবে।'  সূত্রের খবর,ধৃত বিপ্লব মুর্শিদাবাদ এবং রাজ্যের অন্য এলাকার কয়েকজনের সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে এবিটি-র সংগঠন বাড়ানোর কাজ করছিল। এসটিএফের সন্দেহ, বিপ্লব বাংলাদেশি নাগরিকও হতে পারে। তার কাছ থেকে বেশ কিছু আপত্তিজনক নথিও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 

 

অন্যদিকে আজই বহরমপুর আদালতে হরিহরপাড়া এবং নওদা থেকে এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত ৪ জন এবং খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলামকেও  পেশ করা হয়। আদালত তাদের জেল হেফাজতে পাঠিয়েছে। সূত্রের খবর ,জঙ্গি সন্দেহে ধৃত ছ'জনের মধ্যে তিন জনের 'ভয়েস স্যাম্পল' নেওয়ার জন্য আজ এসটিএফের তরফে আদালতে আবেদন করা হয়েছে। 


 
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর অসম এবং রাজ্য পুলিশের এসটিএফ মুর্শিদাবাদের হরিহরপাড়ার বহরান এবং নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে মিনারুল শেখ এবং আব্বাস আলী নামের দুই যুবককে। আব্বাস হরিহরপাড়ায় একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করে এবিটি-র সংগঠন বাড়ানোর চেষ্টা করছিল বলে অভিযোগ। পরে নওদা থানা এলাকা থেকে ধরা পরে সাজিবুল শেখ এবং মোস্তাকিন মন্ডল নামে আরও দু'জন।


 
অন্যদিকে একই সময়ে দক্ষিণ ভারতের কেরালায় 'অপারেশন প্রঘাত'-এ অসম পুলিশের এসটিএফ-এর হাতে গ্রেপ্তার হয় মহম্মদ সাব শেখ নামে এক বাংলাদেশী নাগরিক। পরবর্তীকালে তদন্তে জানা যায় সাব ভুয়ো পরিচয় পত্র বানিয়ে নওদা এবং হরিহরপাড়া এলাকায় গত প্রায় ১০ বছর ধরে আত্মীয়দের বাড়িতে থাকছিল। প্রায় একই সময়ে অসম এসটিএফ -এর হাতে কোকরাঝাড় থেকে ধরা পড়ে নুর ইসলাম নামে এবিটি-র এক 'সদস্য'। 

 

এবিটি-র জঙ্গি সন্দেহে ধৃত এই চার ব্যক্তির সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণ কান্ডে সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম নামে জেলবন্দি এক জঙ্গির ঘনিষ্ঠ যোগ ছিল বলে পশ্চিমবঙ্গ এসটিএফ তাদের তদন্ত জানতে পারে। বহরমপুরে জেল বন্দি থাকাকালীন সময়ে তারিকুল অনেক মগজ ধোলাই করে অনেক জঙ্গি সংগঠনে নিয়োগের প্রস্তাব দিত। সঙ্গে লোভনীয় অফার।

 


police arrestedsuspect

নানান খবর

নানান খবর

মমতা প্রশাসনেই আস্থা ধুলিয়ানবাসীর, বাড়ি ফিরলেন সমস্ত ঘরছাড়ারা, বন্ধ মালদহের ত্রাণ শিবির

মন্দির উদ্বোধনের আগেই দিঘার সমুদ্রে ভেসে এলেন জগন্নাথ দেব, সৈকতনগরী জুড়ে চাঞ্চল্য

নৃশংস, দোকানে ঢুকে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দিলেন বিজেপি নেতা! বর্ধমানে হইহই কাণ্ড

বিনামূল্যে চেক-আপ করালেন সাধারণ মানুষ, সাংসদ রচনা ব্যানার্জির উদ্যোগে আয়োজিত হল স্বাস্থ্য শিবির

একাই হয়ে দাঁড়িয়েছিল মাথাব্যথার কারণ, পুলিশের জালে কুখ্যাত বাইক চোর ‘বালুসা’

উদ্ধার হাড়, মাথার খুলি, জামার টুকরো, এগুলি কি নিখোঁজ দুই যমজ বোনের? উঠেছে প্রশ্ন

ছাগল নিয়ে ঝগড়া, দু'পক্ষের মারপিট, পুলিশ সুপারের অফিসের সামনে ধর্না

দিনহাটায় গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, নাশকতার ছক নাকি অন্য কোনও উদ্দেশ্য?

এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা, বড় সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের

মুরগি কেন ওই বাড়িতে গেল!‌ তা নিয়ে দু’‌পক্ষের মারামারি, আহত কমপক্ষে ১০

মুর্শিদাবাদে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের শীর্ষকর্তারা

'সকালে উঠে স্ত্রীকে যেন না বলেন, চলো রামমন্দিরে যাই', দিলীপ ঘোষকে পরামর্শ মদন মিত্রের

চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান পুলিশ ও আবগারি বিভাগের, বাজেয়াপ্ত কাঁচামাল, গ্রেপ্তার এক

ভাড়াটিয়ার বিদ্যুতের বিল বকেয়া ছিল, তাগাদা করেছিলেন বাড়ির মালিক, রাগে তাঁর স্ত্রীকে খুন

টর্নেডোর দাপটে উড়ল ঘরের চাল, পড়ল গাছ, লণ্ডভণ্ড দাদপুর-ধনেখালির বিস্তীর্ণ এলাকা

সোশ্যাল মিডিয়া